মৌলবাদ ও জঙ্গিবাদের বিপক্ষে সোচ্চার ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আরিফ রায়হান দীপ। ফলে ২০১৩ সালের ৯ এপ্রিল বুয়েটের নজরুল ইসলাম হলে নিজ কক্ষে দিপকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে বুয়েটের আরেক ছাত্র ও হেফাজতে ইসলামের কর্মী মেজবাহ উদ্দিন। এ ঘটনায় হাসপাতালে ৮৪ দিন কোমায় থাকার পরে একই বছরের ২ জুলাই মৃত্যুবরণ করেন দীপ। এরপর থেকে ২ জুলাই কে ‘শহীদ আরিফ রায়হান দীপ দিবস’ হিসেবে পালন করে বাংলাদেশ ছাত্রলীগ। এ উপলক্ষে রোববার (২ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভার্চুয়াল স্মরণসভা ‘স্মরণে দীপ’ আয়োজন করা হয়। ভার্চুয়াল স্মরণসভায় বক্তব্য দেন বুয়েটের সাবেক ছাত্রনেতা খন্দকার মঞ্জুর মোর্শেদ, মনিরুজ্জামান সরকার মোহন, কাজী খায়রুল বাশার, হাবিব আহমেদ হালিম মুরাদ, মনিরুজ্জামান মনির, অমিত কুমার চক্রবর্তী, তানভীর হাসান তালাশ, আবু হাসান শাহরিয়ার, রনক আহসান, তানভীর মাহমুদুল হাসান, জয় প্রকাশ, আরিফুর রহমান, আবু সাইদ কনক, খন্দকার জামি উস সানি প্রমুখ। স্মরণসভায় বক্তারা বলেন, তিন বছর আগে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় নিম্ন আদা...