আওয়ম লগর সঙগ সমপরক জরদর করত চয় বজপ

আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় প্রেসিডেন্ট জয় প্রকাশ (জেপি) নাড্ডা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (০৫ জুলাই) ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজেপির কার্যালয়ে আয়োজিত ‘বিজেপিকে জানুন’-শীর্ষক এক প্রোগ্রামে মতবিনিময়কালে জেপি নাড্ডা এ কথা জানান।


অনুষ্ঠানে বাংলাদেশ, মিশর, জার্মানি, গ্রিস, গায়ানা, লেবানন, মালয়েশিয়া, মোজাম্বিক, দক্ষিণ কোরিয়া, সুরিনাম, সুইডেন এবং তাঞ্জানিয়ার কূটনীতিক মিশন অংশ নেয়।


বৈঠকে জেপি নাড্ডা জানান, চলতি বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) আয়োজিত ‘ব্রিকস পলিটিক্যাল পার্টিস প্লাস’ সম্মেলনে অংশ নেবে বিজেপি।


বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক জোরদার করার ইঙ্গিত দিয়ে জেপি নাড্ডা আরও জানান, অদূর ভবিষ্যতে বিজেপি বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং নেপালে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে।


আরও প[ড়ুন: বিজেপিবিরোধী জোট গড়তে আরও ঘনিষ্ঠ নীতিশ, মমতা ও অখিলেশ


বিশ্লেষকদের মত হলো, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) আয়োজিত ‘ব্রিকস পলিটিক্যাল পার্টিস প্লাস’ সম্মেলনে বিজেপির অংশগ্রহণ দলটির জন্য দারুণ গুরুত্বপূর্ণ। কারণ, ঐতিহাসিকভাবেই ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) সঙ্গে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।


বিজেপির একটি সূত্র জানিয়েছে, বিজেপি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে ‘ভারসাম্যপূর্ণ’ সম্পর্ক গড়ে তুলতে চায়।


আর ব্রিকসের পলিটিক্যাল পার্টির সম্মেলনে বিজেপির অংশগ্রহণ আওয়ামী লীগ তথা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, জোটটির দক্ষিণ আফ্রিকা শীর্ষ সম্মেলনে বাংলাদেশের ব্রিকস সদস্য পদের বিষয়টি আলোচিত হতে পারে। ফলে বিজেপির সঙ্গে তার আগেই যদি আওয়ামী লীগের ভালো বোঝাপড়া তৈরি হয় তবে তা ব্রিকস সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ভারত সরকারের ইতিবাচক মনোভাব প্রকাশে সহায়ক হতে পারে।


উল্লেখ্য, জেপি নাড্ডার সভাপতিত্বে বিদেশি রাজনৈতিক দল, প্রতিনিধিদল এবং বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে যোগাযোগে বর্তমানে বেশ সক্রিয় ক্ষমতাসীন বিজেপি।

]]>

from somoynews.tv | RSS Feed https://ift.tt/Mf2gOID
via IFTTT

Comments

Popular posts from this blog