বনর পরবরক কলহ মটত গয় ভই নহত
রোববার (৯ জুলাই) সন্ধ্যায় বোনের শ্বশুরবাড়ি রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন শেখ (২৪) পশ্চিম রাজৈরর দক্ষিণপাড়া গ্রামের আবদুল রব শেখের ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: মাদারীপুরে ৭৪ জনের নামে পুলিশের মামলা
পুলিশ জানায়, রাজৈরের পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকির পারিবারিক কলহের জেরে স্ত্রী রিপা বেগমকে (২৪) মারধর করে। এ খবর জানতে পেরে ভাই রিপন শেখ (২৬) বিরোধে মেটাতে বোন রিপার শ্বশুরবাড়ি আসেন। এতে রেগে গিয়ে রাজ্জাক রিপনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
এ সময় বাঁধা দিতে গেলে রিপাকেও মারধর করে রাজ্জাক। পরে গুরুতর অবস্থায় আহত ভাই-বোনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যায়।
নিহত রিপনের মা মর্জিনা বেগম বলেন, ‘জামাই রাজ্জাক ফকির আমার মেয়ের নামে মিথ্যা অপবাধ দিয়ে মেয়ে ও ছেলেকে মারধর করে। পরে হাসপাতলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলে রিপন মারা যায়। আমি এর বিচার চাই।’
আরও পড়ুন: মাদারীপুরে আলমারি থেকে গ্রেনেড উদ্ধার
ওসি মো. আলমগীর হোসেন জানান, পারিবারিক কলেহর জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
from somoynews.tv | RSS Feed https://ift.tt/GQNZhlm
via IFTTT
Comments
Post a Comment