হযপ হম কযমপইনর অনদন গল একশনএইডর হত

দেশের সুবিধাবঞ্চিত ও গৃহহীন মেয়ে শিশুদের মৌলিক চাহিদা পূরণ ও তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ২০০৬ সালে যাত্রা শুরু করে ‘হ্যাপি হোম ’। সমাজের অবহেলিত মেয়ে শিশুদের প্রয়োজনীয় শিক্ষার পাশাপাশি জীবনমুখী দক্ষতার উন্নয়ন ও নানা সৃজনশীল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে হ্যাপি হোম।

এরই ধারাবাহিকতায় গ্লোবাল পেইন্ট কোম্পানি ও ম্যানুফ্যাকচারার এশিয়ান পেইন্টস সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশকে সঙ্গে নিয়ে পবিত্র রমজান মাস থেকে শুরু করে পবিত্র ইদুল ফিতর পর্যন্ত ‘হ্যাপি হোম’ ক্যাম্পেইনের আয়োজন করে। এ ক্যাম্পেইন থেকে প্রাপ্ত অনুদান একশনএইডের হাতে তুলে দেয়া হয়েছে।


সম্প্রতি একশনএইড বাংলাদেশের প্রতিনিধিদের হাতে অর্থ-অনুদানের চেক হস্তান্তর করেন এশিয়ান পেইন্টসের শীর্ষ কর্মকর্তারা।

 

আরও পড়ুন: ডব্লিউইউএসটির সমাবর্তন অনুষ্ঠিত, ক্লিন্টনের শুভেচ্ছা


ক্যাম্পেইন চলাকালে আরও ঘোষণা করা হয়, এশিয়ান পেইন্টস আল্টিমা ও রয়্যাল লাক্সারি ইমালশন রেঞ্জ-এর রঙের প্রতি লিটারের মূল্য থেকে ১ টাকা ‘হ্যাপি হোম’-এর মেয়েদের কল্যাণে ব্যয় করা হবে। এবার সেই প্রতিশ্রুত অর্থ একশনএইড বাংলাদেশকে প্রদানের মাধ্যমে অঙ্গীকার পূরণ করল এশিয়ান পেইন্টস।


এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং ও নিউ ক্যাটাগরি নাজমুল হুদা নাইম বলেন, ‌‌‌সুবিধাবঞ্চিত মেয়ে শিশুদের কল্যাণে এই আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আমরা আমাদের অভিনব এই ক্যাম্পেইনের অঙ্গীকার পূর্ণ করলাম। ‘হ্যাপি হোম’ ক্যাম্পেইনে গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করায় আমরা তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমরা তাদের সঙ্গে নিয়ে সমাজে ইতিবাচক প্রভাব রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


এসময় উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টসের গ্লোবাল মার্কেটিং হেড, এশিয়ান পেইন্টস বাংলাদেশের মার্কেটিং হেড, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং একশনএইড বাংলাদেশ ও এশিয়ান পেইন্টস বাংলাদেশের কর্মকর্তারা।

]]>

from somoynews.tv | RSS Feed https://ift.tt/8ogGWOe
via IFTTT

Comments

Popular posts from this blog