লবননক টইবরকর হরয় ফইনল ভরত

বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুয়েত। দেখার বিষয় ছিল তাদের প্রতিপক্ষ হিসেবে কারা জায়গা করে নেয় ফাইনালে। স্বাগতিক ভারত ও লেবাননের মধ্যকার দ্বিতীয় মেসিফাইনালয়ে ছড়াল দারুণ উত্তেজনা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গোল করতে ব্যর্থ দুই দলই। শেষ পর্যন্ত টাইব্রেকারে হলো ম্যাচের নিষ্পত্তি।

শনিবার (১ জুলাই) বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের গোলশূন্য লড়াই শেষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ভারত হারিয়েছে লেবাননকে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কুয়েত।


দিনের প্রথম সেমিফাইনালেও খেলা অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। সেখানে ১০৬ মিনিটে গোলের দেখা পায় কুয়েত। শেষ পর্যন্ত এই এক গোলেই ফাইনালের টিকেট এনে দেয় কুয়েতকে।


আরও পড়ুন: বাংলাদেশকে ফাইনালে দেখতে চান ভারতীয় অধিনায়ক


কিন্তু ভারত-লেবানন ম্যাচের ফলের জন্য টাইব্রেকার পর্যন্ত অপেক্ষা করতে হয়। টাইব্রেকারে ভারতের প্রথম শট নেন অধিনায়ক সুনীল ছেত্রী।  লেবাননের গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান তিনি। কিন্তু প্রথম শটেই সুযোগ মিস করে বসে লেবানন। হাসান মাতুকের নেওয়া শট ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত। এরপর ভারত বাকি তিন শটেই বল জালে পাঠালেও লেবাননের চতুর্থ শট উপরের পোস্টে লেগে লক্ষচ্যুত হয়। ফলে এক শট বাকি থাকতেই ভারতের জয় নিশ্চিত হয়।


শিরোপা জয়ের লক্ষে মঙ্গলবার (৪ জুলাই) মুখোমুখি হবে ভারত-কুয়েত। জয় পেলে আসরের সর্বোচ্চ নবম বারের মতো শিরোপা জিতে নেবে ভারত।

]]>

from somoynews.tv | RSS Feed https://ift.tt/tGe07kU
via IFTTT

Comments

Popular posts from this blog