সনগল থক সপন যওয়র পথ নক ডব নখজ অনতত
অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারস রোববার (৯ জুলাই) জানিয়েছে, দুটি নৌকা ১৫ দিন আগে সেনেগাল থেকে রওনা হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। নৌকা দুটির একটিতে ৬৫ জন এবং অপর একটি ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল।
ওয়াকিং বর্ডার্সের কর্মকর্তা হেলেনা মালেনো জানিয়েছেন, এছাড়া গত ২৭ জুন তৃতীয় আরেকটি নৌকা প্রায় ২০০ জন অভিবানপ্রত্যাশী নিয়ে সেনেগাল থেকে স্পেনের উদ্দেশে যাত্রা শুরু করে। তিনি জানিয়েছেন, নৌকাটিতে যারা গিয়েছিলেন তাদের পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করে আর কোনো সাড়া পাননি।
আরও পড়ুন: তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১০
হেলেনা মালেনো জানিয়েছেন, তিনটি নৌকাই সেনেগালের কাফুন্টাইন থেকে যাত্রা শুরু করেছিল। ক্যানারি দ্বীপপুঞ্জের যে এলাকায় নৌকা তিনটি ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে সেই টেনেরিফ দ্বীপটি সেনেগাল উপকূল থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত।
মালেনো বলেছেন, ‘নৌকায় থাকা লোকজনের পরিবারের সদস্যরা অনেক বেশি উদ্বিগ্ন। সেনেগালের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০০ জন মানুষ তিনটি নৌকায় করে দেশ ছেড়েছিলেন। তারা সেনেগালের অস্থিতিশীল পরিস্থিতির কারণেই দেশ ছেড়েছিলেন।’
]]>from somoynews.tv | RSS Feed https://ift.tt/WFkzIX6
via IFTTT
Comments
Post a Comment