বগরহট বজরপত কষকর মতয
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে রফিকুল ইসলাম হাওলাদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
from somoynews.tv | RSS Feed https://ift.tt/GfLFK0U
via IFTTT
শনিবার (১ জুলাই) দুপুরে উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বাড়ির কাছের মাঠে ছাগল আনতে গেলে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত হোসেন আলী হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে।
আরও পড়ুন: হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান বলেন, মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কৃষক রফিকুল ইসলাম হাওলাদারের মৃত্যু হয়েছে। আসর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
from somoynews.tv | RSS Feed https://ift.tt/GfLFK0U
via IFTTT
Comments
Post a Comment