পরধনমনতরর সঙগ জতসঘর ডপট সকরটরর সকষৎ
রোববার (২ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। বৈঠকে কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো উঠে আসে।
আরও পড়ুন: আওয়ামী লীগ প্রতিশোধপরায়ণ হলে বিএনপি-জামায়াতের অস্তিত্ব থাকত না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান। বৈঠকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব সঙ্কট উত্তরণে জোর দেয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
বৈঠকে জাতিসংঘের ডেপুটি সেক্রটারি জেনারেল আমিনা জে মোহাম্মদ বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক খাদ্য সংকট কাটিয়ে উঠতে যথাসময়ে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংকট নিরসনে সব পতিত জমি চাষের আওতায় আনার জন্য কাজ করা হচ্ছে। বাড়ির ছাদে খাদ্য ও সবজির চাষের উপরও গুরত্বারোপ করা হচ্ছে।
সরকার কৃষি খাতে গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে লবণাক্ত ও বন্যা সহনশীল ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। সেগুলো আরও উন্নত করার কাজ চলমান রয়েছে।
মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা এখন আমাদের জন্য বড় বোঝা হয়ে উঠেছে। এটি সামাজিক সমস্যা তৈরি করছে।’
আরও পড়ুন: দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য: শেখ হাসিনা
আমিনা বলেন, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ৫২টি দেশ এখন সংকটের দ্বারপ্রান্তে। ‘আমাদের সম্মিলিতভাবে সংকট মোকাবেলা করতে হবে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ।
from somoynews.tv | RSS Feed https://ift.tt/uFTdola
via IFTTT
Comments
Post a Comment