নতন কর কক ভলবসর কথ জনলন নইমর?
আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ফুটবলাররা এখন নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছে। নেইমার অবশ্য ছুটি কাটাচ্ছেন অনেক আগে থেকেই। ইনজুরির কারণে এবারের মৌসুম থেকে অনেক আগেই ছিটকে গেছেন তিনি। ব্রাজিলিয়ান তারকা বিরতির সময়টাও কাটাচ্ছেন অদ্ভুতভাবে। কোনো বান্ধবীর সঙ্গে নয়, বরং ব্রাজিলিয়ান সতীর্থ ভিনিসিউস জুনিয়রের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা
সম্প্রতি রিও ডি জেনিরোতে ব্রাজিলের দুই ফুটবল তারকা নেইমার ও ভিনিসিউসের একসঙ্গে সময় কাটানোর কথা জানা গিয়েছে। নেইমারকে কাছে পেয়ে আপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দিয়েছেন ভিনি। পিএসজি তারকার প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। একই ছবি পোস্ট করে নেইমার অবশ্য আগে ভালোবাসার কথা জানান ভিনিকে। পরে একই কথা লিখেছেন, ভিনির পোস্টের কমেন্টেও।
ব্রাজিলের রাজধানী রিওতে আদর্শ নেইমারের সঙ্গে সময় কাটাতে পেরে বেশ আবগতাড়িত হয়ে পড়েছেন ভিনিসিউস। ইনস্টাগ্রামে নেইমারের সঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও দিয়ে রিয়াল তারকা লিখেছেন, ‘আপনার আদর্শের সঙ্গে যখন বন্ধুত্ব গড়ে ওঠে এবং সে আপনার সঙ্গে সময় কাটাতে আসে সেটা দারুণ ব্যাপার। কখনো নিজের স্বপ্নের পিছু ছাড়বে না—এই কথাটা আগে কখনো এতটা অর্থবহ মনে হয়নি। এত কিছুর জন্য তোমাকে (নেইমারকে) ধন্যবাদ এবং আমি তোমাকে ভালোবাসি।’
আরও পড়ুন: বার্সেলোনা ও ইন্টারের কিংবদন্তি লুইস সুয়ারেজ মারা গেছেন
ভিনির এই পোস্টের জবাব দিয়ে কমেন্ট করেছেন নেইমারও। ভালোবাসার জবাবটা ভালোবাসা দিয়েই দিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা। ভালোবাসার ইমোজি দিয়ে নেইমার লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ নেইমার-ভিনির এই আলাপে অংশ নিয়েছেন আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোও। ভিনির এই ক্লাব–সতীর্থ লিখেছেন, ‘আদর্শগণ।’ ভালোবাসার ইমোজি দিয়ে এই আলাপে অংশ নিয়েছেন অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভাও।
]]>from somoynews.tv | RSS Feed https://ift.tt/C3aPwlp
via IFTTT
Comments
Post a Comment