পরবধলয় পনত ডব ভই-বনসহ শশর মতয

নেত্রকোনার পূর্বধলা উপজেলার পৃথক গ্রামে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।


মৃত শিশুরা হলো: উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর পলাশতলা গ্রামের আবু তাহেরের মেয়ে সোনিয়া খাতুন (৭) ও ছেলে রাজু আহমেদ (৪) এবং একই উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোহর গ্রামের রিপন মিয়ার ছেলে সজীব (২)।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর পলাশতলা গ্রামের আবু তাহেরের ছেলে ও মেয়ে বাড়ির সামনে খেলছিলো। হঠাৎ করে ৪ বছরের রাজু পুকুরে পড়ে যায়। এসময় বড় বোন ৭ বছরের সোনিয়া ধরতে গিয়ে সেও ডুবে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:  সাদাপাথরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার


একই উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোহর গ্রামের রিপনের দুই বছর বয়সী সজীব বাড়ির সামনে মাটি কাটার ডোবায় জমে থাকা পানিতে পড়ে তলিয়ে যায়। পরে খোঁজাখুজি করে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অসচেতনার কারণে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন হয়েছে।

 

]]>

from somoynews.tv | RSS Feed https://ift.tt/iHdgh42
via IFTTT

Comments

Popular posts from this blog