পরহলকক হট করত একই কটলন একশ টকট
এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো ঘিরে দর্শকের বাড়তি উৎসাহ ছিল। প্রেক্ষাগৃহেও ছিল দর্শকের উপচেপড়া ভিড়। তবে দর্শকের ভিড় ছিল ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমা দুটির জন্য।
অন্যদিকে আরও তিনটি মুক্তিপ্রাপ্ত ছবির দর্শক স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। কিন্তু এরপরও দর্শক দেখানোর জন্য ঢালিউডে গেল কয়েক বছরের রীতি অনুযায়ী এবারের ঈদেও ফের সেটি প্রমাণ হলো।
গুঞ্জন আছে, গেল কয়েক বছরে ঢালিউডের সিনেমা মুক্তি পেলে ছবি হিট করাতে প্রযোজকরা নিজেরাই টিকিট কেটে দর্শক সংখ্যা বাড়াতেন, পরে সংবাদমাধ্যমে বলতেন শো হাউসফুল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনেকে অনেক সময় নানা সমালোচনাও করেছেন। তবে এবার ঈদে ‘প্রহেলিকা’ সিনেমার আগামীকালের রাত ৮টার শো হাউসফুল করতে এক ব্যক্তি যমুনা ব্লকবাস্টার থেকে ১০০ টিকিট কেটেছেন। এমন একটি ভিডিও সময় সংবাদের হাতে আসে। ওই ভিডিওতে শোনা যায়, প্রহেলিকা সিনেমার শোতে দর্শক সমাগম করতেই এই পরিকল্পনা।
নাম প্রকাশে যমুনা ব্লকবাস্টারের কর্মচারী জানান, নির্মাতা-অভিনয়শিল্পীদের পরিকল্পনায় ঈদের একদিন পর থেকেই প্রহেলিকার টিকিট একজনেই সংগ্রহ করেন। মূলত দর্শক সংখ্যা দেখাতেই এই অভিনব আয়োজন।
প্রহেলিকা মুক্তি পায় ২৯ জুন। প্রহেলিকায় মাহফুজ আহমেদের সঙ্গে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। সিনেমাটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।
]]>from somoynews.tv | RSS Feed https://ift.tt/YS3gxRw
via IFTTT
Comments
Post a Comment