সযগ বচছনন করত গয় হমলর শকর বখরবদ গযসর উপবযবসথপক
সোমবার (৩ জুলাই) দুপুরে নগরীর মোগলটুলী এলাকার নাজির পুকুরপাড় খায়রুল এনাম ফারুক ওরফে পটু উকিলের বাড়িতে এই ঘটনা ঘটে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ।
আরও পড়ুন: কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩
ভুক্তভোগী জসিম উদ্দিন আহমেদ জানান, গত ২৫ জুন বকেয়া ও দীর্ঘদিন ধরে অনুমোদনহীন একটি চুলায় (দুই বার্নার) গ্যাস ব্যবহার করে আসছিলেন নগরীর মোগলটুলী এলাকার খায়রুল এনাম ফারুক। তার গ্রাহক সংকেত নং- ২ডি-০৭১৩২।
তিনি বলেন, আজ সোমবার দুপুরে কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে ফারুকের অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ সময় ফারুক এবং তার দুই ছেলে রাজীব ও জামাল আমার ওপর হামলা করে। তারা আমাকে ধরে কিল ঘুষি লাথি মারে। আমি চিৎকার করলে রাজীব আমার গলা চেপে শ্বাসরুদ্ধকর করে হত্যা করার চেষ্টা করে। এ সময় আমার টিমের সদস্য দীপ্ত ডাকুয়া ও রথীন্দ্র নাথ রায় আমাকে বাঁচাতে চেষ্টা করলে তাদেরকে ও মারধর করে ফারুক ও তার ছেলেরা। খবর পেয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লি: কর্মকর্তারা ও পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ সময় সংবাদকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের উপব্যবস্থাপক জসিমউদ্দিন আহমেদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আরও পড়ুন: কুমিল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
from somoynews.tv | RSS Feed https://ift.tt/lSPCy8I
via IFTTT
Comments
Post a Comment