বট পরতষঠনর সপনসর কর জরস পরবন ন ববর
ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেটিং কোম্পানির স্পন্সর হওয়া নতুন কিছু নয়। এমনকি জাতীয় দলের স্পন্সরও হতে দেখা যায় বিভিন্ন বেটিং সংস্থাকে। কিছুদিন আগে ভারতীয় দলের সঙ্গে চুক্তি হয়েছে একটি ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম সংস্থার। কোম্পানিটি আগে আইপিএলের স্পন্সর ছিল। ওই কোম্পানির অ্যাপে টাকা বিনিয়োগ করে উপার্জন করা যায়, যা অনেকটা বেটিং বা জুয়া খেলার মতোই।
আরও পড়ুন: এ সপ্তাহেই শুরু হবে বিশ্বকাপের টিকিট বিক্রি
অন্যরা যখন বেটিং সংস্থার সঙ্গে কাজ করছে সেখানে ভিন্ন এক নজির গড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কদিন পরই শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগের ৪র্থ আসর। এবারের আসরে কলম্বো স্ট্রাইকার্সে খেলবেন বাবর আজম।
ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অর্থের ঝনঝনানিতে নিজের আদর্শের সঙ্গে আপোস করতে রাজি হননি পাকিস্তান অধিনায়ক। কলম্বো স্ট্রাইকার্সের স্পন্সর একটি অনলাইন বেটিং কোম্পানি হওয়ায় তা নিয়ে আপত্তি জানান বাবর। টিমের জার্সিতে কোম্পানিটির লোগো বসানো জার্সি পরতে রাজি হননি এই ড্যাশিং ব্যাটার।
আরও পড়ুন: তীরে এসে ডুবল তরী, বিশ্বকাপে থাকছেন না সিকান্দার রাজা
বাবর সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বেটিং ব্র্যান্ডটির সঙ্গে কাজ করতে রাজি নন। অধিকাংশ পাকিস্তানি খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি মালিকদের জানিয়েছেন তারা বেটিং কোম্পানিটির লোগো বসানো জার্সি পরতে চান না।
from somoynews.tv | RSS Feed https://ift.tt/QOGWgof
via IFTTT
Comments
Post a Comment