সপনক হরয় বছর পর ইউর জতল ইলযনড
শনিবার (৮ জুলাই) জর্জিয়ার আদজারাবেত অ্যারেনায় স্পেনকে ১-০ গোলে হারিয়ে ইউরো অনূর্ধ্ব ২১ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন লিভারপুলের তরুণ মিডফিল্ডার কার্টিস জোন্স। দীর্ঘ ৩৯ বছর পর আসরটির শিরোপা জিতল ইংল্যান্ড।
আসরের পাঁচবারের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি ১৯৮২ ও ১৯৮৪ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দারুণ জমজমাট এই ফাইনালে বলের দখলে অনেকাংশেই এগিয়ে ছিল স্পেন। আক্রমণেও তারাই এগিয়ে। তবে লক্ষ্যে শট বেশি নিয়েছে ইংল্যান্ডই। আসরের সেরা রক্ষনভাগ যে ইংল্যান্ডের তা এই ম্যাচে আরও একবার দেখিয়ে দিল টেইলর হারউড বেলিস-লেভি কলউইলরা। পুরো আসরে একটা গোলও খায়নি ইংল্যান্ড।
আরও পড়ুন: ৫৬ বছরের অপেক্ষা ঘোচাতে চায় ইংল্যান্ড
আক্রমণ-পাল্টাআক্রমণে ভরা ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে ইংল্যান্ডকে লিড এনে দেন কার্টিস জোন্স। এই ১ গোলের লিড গোটা ম্যাচেই ধরে রাখে ইংল্যান্ড।
ম্যাচের একদম অন্তিম মুহূর্তে পেনাল্টি পায় স্পেন। যোগ করা সময়ের নবম মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আবেল রুইজ। অবিশ্বাস্যভাবে সেই পেনাল্টি সেভ করেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড।
ঘটনাবহুল ম্যাচে এরপরই সংঘাতে জড়িয়ে লালকার্ড দেখেন স্পেনের আন্টনিও ব্লাঙ্কো ও ইংল্যান্ডের মর্গান গিবস হোয়াইট। শেষ পর্যন্ত সেই একমাত্র গোল ধরে রেখেই আসরের শিরোপা নিশ্চিত করে ইংল্যান্ড। ১৯৮৪ সালের পর এটিই ইংল্যান্ডের প্রথম ইউরো শিরোপা। স্পেন ২০১৯ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়।
from somoynews.tv | RSS Feed https://ift.tt/Cry5bQX
via IFTTT
Comments
Post a Comment