'টইগর ' ছবত থকবন হলউডর শলপ!

বলিউডের কারান অর্জুন জুটিকে আবারও পর্দায় আনছে যশরাজ ফিল্মস। শাহরুখ-সালমান জুটি বেশ উপভোগ করেন দর্শকরা। তাই কোন কিছুর কমতি রাখতে চান না যশরাজ কর্তা আদিত্য চোপড়া।

যশরাজ ফিল্মসের 'পাঠান' বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে। দর্শকরাও ফিরেছে প্রেক্ষাগৃহে। পাঠানের সাফল্যের পর এবার টাইগার ৩ এর জন্য উঠেপড়ে লেগেছেন আদিত্য চোপড়া। পাঠানে দেখা গেছে শাহরুখ-সালমানকে। 'টাইগার ৩' ছবিতেও এক ফ্রেমে ধরা দিতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান।


আরও পড়ুন: আদিপুরুষ ছাড়া অন্য হিন্দি ছবির প্রদর্শন বৈধ নেপালে


ছবিতে অ্যাকশনকে প্রাধান্য দিচ্ছেন যশরাজ ফিল্মসের কর্তা। তাই অ্যাকশন যাতে দর্শকের কাছে আরও বিশ্বাসযোগ্য মনে হয়, সেজন্য কোনা কমতি রাখতে রাজি নন যশরাজ। 'টাইগার ৩'-এর জন্য 'অ্যাভেঞ্জার্স'র অ্যাকশন কোঅর্ডিনেটরকে আনছেন আদিত্য। হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি মার্ভেল। মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' হলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল ছবি। সেই ছবির অ্যাকশন কোঅর্ডিনেটর ছিলেন ক্রিস বার্নেস। এবার বলিউডে কাজ করবেন তিনি। সালমানের 'টাইগার ৩' ছবিতে অ্যাকশন দৃশ্যের নেপথ্যে থাকবেন ক্রিসই।


আরও পড়ুন: আমার আট ঘণ্টা ১৪-১৫ ঘণ্টার সমান: অক্ষয়


'পাঠান' এর সফলতার পর 'টাইগার ৩' নিয়ে আশাবাদী দর্শকরা। আগামী দীপাবলিতে মুক্তি পাবে 'টাইগার ৩'।

]]>

from somoynews.tv | RSS Feed https://ift.tt/JLlBCyz
via IFTTT

Comments

Popular posts from this blog