ওয়নড বশবকপর সচ পরকশ কর হব জন
ভারত পাকিস্তান দ্বন্দ্বের শিকার এশিয়া কাপ ও বিশ্বকাপ। বছরের দুই বড় ক্রিকেট ইভেন্ট নিয়ে জটিলতা যেন শেষ হওয়ার নয়। যদিও এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের অবসান অনেকটাই হয়ে গেছে। হাইব্রিড মডেলে খেলতে সম্মত দুই বৈরী প্রতিবেশী। তবে বিশ্বকাপ নিয়ে সমাধানে আসতে পারছিল না আইসিসি ও বিসিসিআই। পছন্দের ভেন্যুতে খেলতে চেয়ে আইসিসিকে বড় লিস্ট ধরিয়ে দেয় পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিছু চাওয়া মেনে নিয়েছে আইসিসি। ফলে সূচি নিয়ে জটিলতাও কেটে গেছে। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার (২৭ জুন) ভারতের মুম্বাইয়ে ঘোষণা করা হবে ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত সূচি। বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। ১০০ দিনের ক্ষণ গণনার সঙ্গেই সূচি প্রকাশ করতে চায় আইসিসি ও বিসিসিআই।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে কুপোকাত করে শীর্ষে জিম্বাবুয়ে
জটিলতা মূলত হয় ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে৷ বিশ্বকাপের অন্যতম আকাঙ্ক্ষিত ম্যাচটি আহমেদাবাদে আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু নিরাপত্তা ইস্যু থাকায় সেখানে খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। খসড়া সূচি অনুযায়ী চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে এবং বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ ছিল পাকিস্তানের। এখানেও আপত্তি জানায় পিসিবি।
আরও পড়ুন: মোহাম্মদ হারিসকে অধিনায়ক করে দল ঘোষণা পাকিস্তানের
আহমেদাবাদ থেকে ভারতের ম্যাচ সরানোর অনুরোধ মেনে নিয়েছে আইসিসি। নতুন সূচি অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। যদিও অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি আগের ভেন্যুতেই হবে। পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের ম্যাচ খেলা নিয়ে ভারত সরকার যেমন সিদ্ধান্ত দিয়েছে, একইভাবে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও তারা অপেক্ষায় ছিল সরকারি সিদ্ধান্তের।
from somoynews.tv | RSS Feed https://ift.tt/OYvAiye
via IFTTT
Comments
Post a Comment