রসক নরবচন: কউনসলর হলন যর
বুধবার (২১ জুন) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। একইসঙ্গে ৩০টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরদের নামও ঘোষণা করা হয়।
এদের মধ্যে ২৩ জন কাউন্সিলর পুনরায় নির্বাচিত হয়েছেন। সাত জন নতুন কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে পাঁচ জন কাউন্সিলর বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত।
নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১ নং ওয়ার্ডে রজব আলী, ২ নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৩ নং কামাল হোসেন, ৪ নং আশরাফুল ইসলাম বাবু, ৫ নং কামরুজ্জামান কামরুল, ৬ নং নুরুজ্জামান টুকু, ৭ নং মতিউর রহমান মতি, ৮ নং জানে আলম খান জনি, ৯ নং রাসেল জামান, ১০ নং আব্বাস আলী সরদার, ১১ নং আবু বক্কর কিনু, ১২ নং শরিফুল ইসলাম বাবু, ১৩ নং মো. আব্দুল মমিন, ১৪ নং আনোয়ার হোসেন আনার, ১৫ নং আব্দুল সোবহান লিটন, ১৬ নং বেল্লাল আহমেদ, ১৭ নং আলহাজ্ব শাহাদত আলী সাহু, ১৮ নং মো. শহিদুল ইসলাম পচা, ১৯ নং তহিদুল হক সুমন, ২০ নং মো. রবিউল ইসলাম, ২১ নং মো. নিজাম উল আযীম, ২২ নং আব্দুল হামিদ সরকার, ২৩ নং মাহতাব হোসেন চৌধুরী, ২৪ নং আরমান আলী, ২৫ নং আলি আল মাহমুদ লুকেন, ২৬ নং আখতারুজ্জামান কোয়েল, ২৭ নং মনিরুজ্জামান মনি, ২৮ নং আশরাফুল হোসেন বাচ্চু, ২৯ নং জাহের হোসেন সুজা এবং ৩০ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মো. আলাউদ্দিন।
আরও পড়ুন: এই জয় আনন্দের এবং একইসঙ্গে দায়িত্বের: খায়রুজ্জামান লিটন
বিজয়ীদের মধ্যে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত পাঁচ কাউন্সিলর হলেন- ১১ নং আবু বক্কর কিনু, ১৫ নং আব্দুল সোবহান লিটন, ১৬ নং বেল্লাল আহমেদ, ২৫ নং আলি আল মাহমুদ লুকেন এবং ২৮ নং ওয়ার্ডের আশরাফুল হোসেন বাচ্চু।
from somoynews.tv | RSS Feed https://ift.tt/IfjzmU8
via IFTTT
Comments
Post a Comment