ববরর সঙগ হজ পলন করলন রজওয়ন-ইফতখর

পবিত্র হজ পালন করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। একই সঙ্গে হজ করেছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং অলরাউন্ডার ইফতেখার আহমেদ। ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে সম্পন্ন করেছেন হজের সকল আনুষ্ঠানিকতা।

ক্রিকেট মাঠে পরিচিত জুটি বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। মাঠের বাইরেও দুই ক্রিকেটার পরম বন্ধু। এবার জুটি বেধে পবিত্র হজ পালন করেছেন তারা। সৌদি আরবে পৌঁছানোর পর দুই ক্রিকেটারের ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।  

 

আরও পড়ুন: আন্দোলনকারীকে কোলে তুলে 'মাঠছাড়া' করলেন বেয়ারস্টো

 

এবার পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরবে গেছেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। পিসিবির পক্ষ থেকে জানা গেছে বাবর হজ করেছেন তার মাকে নিয়ে। আর রিজওয়ানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও মা।

 

মাঠের খেলার পাশাপাশি ধর্মীয় কাজগুলো একনিষ্ঠভাবে পালন করায় বরাবরই ভাইরাল হয়েছেন রিজওয়ান। মাঠেই নামাজ আদায় করাসহ বিভিন্ন ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা বিভিন্ন সময় প্রশংসা কুড়িয়েছে ভক্তদের। এবার হজ পালন করতে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে হাত মেলালেন এই ব্যাটার। কাবা ঘর পরিষ্কার করায় সহযোগিতা করছেন রিজওয়ান, এমন ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।  

 

আরও পড়ুন: বর্ণবাদের প্রমাণ মিলল ইংল্যান্ড ক্রিকেটে

 

পাকিস্তান দল শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও ধর্মীয় বিষয়টি বিবেচনায় এনে বাবর এবং রিজওয়ানকে হজ পালনে ছুটি দিয়েছে পিসিবি। সব আনুষ্ঠানিকতা শেষ করে হজ্জ সম্পন্ন করেছেন তারা। তাদের সঙ্গে হজ পালন করেছেন পাকিস্তান দলের অলরাউন্ডার ইফতেখার আহমেদও। আর এর মধ্য দিয়ে সৌদি আরবে দীর্ঘ সফর শেষ হতে যাচ্ছে এই ক্রিকেটারদের। লম্বা সময়ে মক্কা, মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেছেন তারা।

 

এবার দেশে ফিরে আবারো খেলায় মনযোগ দেয়ার পালা বাবর-রিজওয়ানদের। এরই মধ্যে ঘোষণা হয়ে গেছে বিশ্বকাপের সূচি। ভারতের মাটিতে আসন্ন মেগা ইভেন্টে ভালো কিছুর প্রত্যাশা তাদের। এর আগে গত রমজানে এক ঝাঁক পাকিস্তানী ক্রিকেটার ওমরাহ পালন করেছেন। 

]]>

from somoynews.tv | RSS Feed https://ift.tt/F6jQysC
via IFTTT

Comments

Popular posts from this blog