টকনফ কজ আইসসহ মযনমরর নগরক আটক
মঙ্গলবার (২০ জুন) রাতে এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। আটক মো. নুরুন্নবী (২৭) মিয়ানমারের মংডুর সুধাপাড়ার মৃত জহির আহমেদের ছেলে।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকট: কমছে বৈদেশিক সহায়তা, চাপে বাংলাদেশ
বিজিবি কর্মকর্তা মহিউদ্দীন বলেন, মঙ্গলবার রাতে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হচ্ছে খবর পেয়ে তাদের একটি দল নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৩ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকায় করে সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে জিন্নাহ খালের দিকে আসতে দেখা যায়। এসময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে নৌকায় আরোহিত ব্যক্তিরা লাফিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালাবার চেষ্টাকালে একজনকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও অপর দুইজন সাঁতার দিয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
‘পরবর্তীতে বিজিবি’র নৌ টহলদল নৌকাটিকে নাফ নদীর তীরে এনে তল্লাশি করে পাটাতনের নিচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় কালো পলিব্যাগে মোড়ানো একটি পোটলা থেকে ৩ কেজি ১৬১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হয়। আর অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।’
আরও পড়ুন: টেকনাফে এক কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার
আটক নুরুন্নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
]]>from somoynews.tv | RSS Feed https://ift.tt/7HeNRD4
via IFTTT
Comments
Post a Comment