বদরহ সরকর উৎখতর জনয ছল ন: ওয়গনর পরধন
নাটকীয়ভাবে বিদ্রোহ বন্ধ করার দু’দিন পর সোমবার (২৬ জুন) এক টেলিগ্রাম বার্তায় ওয়াগনার প্রধান এ কথা বলেন। খবর আল জাজিরার।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর এই অভিযানে রুশ বাহিনীর সঙ্গে যোগ দেয় ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। এর যোদ্ধারা মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে লড়াই করছিল।
তবে সম্প্রতি রুশ সামরিক নেতৃত্বের সঙ্গে ওয়াগনার প্রধান প্রিগোজিনের দ্বন্দ্ব শুরু হয়। তার অভিযোগ, সম্মুখ সমরের সেনাদের রসদ সরবরাহ করতে সামরিক নেতারা ব্যর্থ হয়েছেন।
আরও পড়ুন: ওয়াগনারের বিদ্রোহে যুক্তরাষ্ট্র জড়িত নয়: ল্যাভরভ
এই দ্বন্দ্বের জেরে গত মাসের শেষের দিকে ইউক্রেনের বাখমুত শহর থেকে সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেন প্রিগোজিন। এরপর চলতি মাসের শুরুর দিকে রুশ বাহিনীর কাছে বাখমুত বুঝিয়ে দেন। তারপর থেকেই রুশ নেতাদের বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ ছুড়তে থাকেন তিনি।
শুক্রবার (২৩ জুন) অনেকটা আকস্মিকভাবেই রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন প্রিগোজিন। একাধিক টেলিগ্রাম বার্তায় ৬২ বছর বয়সী প্রিগোজিন বলেন, তার যোদ্ধারা রুশ বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। তবে এটাকে তিনি অভ্যুত্থান বলতে অস্বীকৃতি জানান।
আরও পড়ুন: রাশিয়ায় ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর যা বলছে চীন
তবে শনিবার রাতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কো অভিযান থামাতে সম্মত হন প্রিগোজিন। এর মধ্যদিয়ে ওয়াগনারের ২৪ ঘণ্টার সশস্ত্র বিদ্রোহের অবসান ঘটে। এরপর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে।
]]>
from somoynews.tv | RSS Feed https://ift.tt/8m7hJOT
via IFTTT
Comments
Post a Comment