সরফরজক দল ন নয়য় ভরতর ওপর কষবধ গভসকর

প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ গড় কিংবদন্তি ক্রিকেটার ডন ব্রাডম্যানের। তার পরই আছেন ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান। তবুও এখনও ভারত জাতীয় দলে সুযোগ পাননি তিনি। তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সুনীল গাভাস্কার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে শুক্রবার (২৩ জুন) দল ঘোষণা করেছে ভারত। কিন্তু সেখানে নেই সরফরাজ খানের নাম। এরপর থেকেই নেটপাড়ায় সমালোচনা তৈরি হয়েছে ভারত ক্রিকেট বোর্ডকে নিয়ে। নির্বাচক প্যানেলকে কথা শুনিয়েছেন সাবেক ক্রিকেটার গাভাস্কারও।


প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রাডম্যানের গড় ৯৫.১৪। ৭৯.৬৫ গড় নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সরফরাজ। ৩৭ ম্যাচে ৩ হাজার ৫০৫ রান করেছেন তিনি। শেষ তিন মৌসুম ধরেও প্রথম শ্রেণির ক্রিকেটে অপ্রতিরোধ্য এ ব্যাটার। তারপরও জাতীয় দলের আশেপাশে ঘেঁষতে পারেননি তিনি।


আরও পড়ুন: একাধিক পরিবর্তন এনে ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করল ভারত


একাদশে না রাখলেও সরফরাজ খানকে অন্তত দলে নেয়া উচিত বলে মনে করেন গাভাস্কার। তিনি বলেন, ‘সরফরাজ খান শেষ তিন মৌসুম ধরে একশর বেশি গড়ে খেলছে। ওকে দলে নেয়ার জন্য আর কী লাগবে? ও একাদশে না-ই থাকতে পারে, কিন্তু আপনি তো তাকে দলে নিতে পারেন।’


আরও পড়ুন: কোহলির বিরুদ্ধে খেলাই যে পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারের একমাত্র লক্ষ্য


অনেকে মনে করেন আইপিএলে পারফর্ম করলেই ভারতীয় দলে সুযোগ মেলে। গাভাস্কারও সেটাই মনে করছেন। তিনি বলেন, ‘তাকে পারফরম্যান্সের স্বীকৃতি দেন। অন্যথায় রঞ্জি ট্রফি খেলা বন্ধ করুন। এটা বলুন যে, রঞ্জির কোনো মূল্য নেই। আর আইপিএলে খেললেই টেস্টে সুযোগ মেলে।’

]]>

from somoynews.tv | RSS Feed https://ift.tt/MmRPwyV
via IFTTT

Comments

Popular posts from this blog