বয বডত গইট টক নয় সঘরষ কনসহ আহত
শুক্রবার (৩০ জুন) দুপুরে ভোলা শহরতলীর জামিরা লতা মুন্সি সরদার বাড়ির হারুন অর রশিদের মেয়ে বিয়ের অনুষ্ঠান ছিল নিজ বাড়িতে। বরকে বরণ করার জন্য কনেপক্ষ বাড়ির দরজায় গেট নির্মাণ করে। ওই গেটের টাকা দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে বরপক্ষের লোকজন হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে কনে বাড়িতে হামলা চালিয়ে বিয়ের প্যান্ডেল, চেয়ার টেবিল ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। অতিথি আপ্যায়নের জন্য রান্না করা খাবার তছনছ করে ফেলে দেয়।
এ সময় দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কনে, কনের বাবা-মা, ভাই, বরের বাবা ও খালুসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন।
আরও পড়ুন: বিয়ে বাড়িতে সংঘর্ষে কনের দাদি নিহত, বরসহ আটক ১২
ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া মারধরের পর স্থানীয়রা আহত উদ্ধার করে হাসপাতাল ভর্তি করান। কনে পক্ষের অভিযোগ হামলাকারী বরপক্ষের লোকজন ভাঙচুরের পাশাপাশি ঘর ও বিয়ের মালামাল লুট করে নিয়ে গেছে। তবে লুটের কথা অস্বীকার করে তাদের ওপর আগে হামলা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন বর পক্ষ।
এদিকে বিয়ে বাড়িতে এমন তাণ্ডবের ঘটনা ছড়িয়ে পড়লে বৈরি আবহাওয়ার মধ্যে উৎসুক জনতা ভিড় জমায়।
from somoynews.tv | RSS Feed https://ift.tt/arLwMxV
via IFTTT
Comments
Post a Comment