ঢকয় দরঘটনর কবল সউদয়র বয় উড়জহজ তদনত কমট গঠন

অবতরণের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে দুর্ঘটনার কবলে পড়েছে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। রানওয়ের বাইরে কংক্রিটের অবকাঠামোর সঙ্গে ধাক্কা লেগে বিমানের ৬টি চাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে এ ঘটনায় কোন যাত্রীর ক্ষতি হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৬ ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় আসে বুধবার (২৮ জুন)। উড়োজাহাজটি ঢাকা বিমানবন্দরের রানওয়ে-১৪-এ অবতরণের সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। রানওয়ে ভেজা থাকায় উড়োজাহাজটি রানওয়ের বাম দিকে অবতরণ করার সঙ্গে সঙ্গে ছিটকে ঘাসের ভেতরে চলে যায় বিমানটি।

 

এ সময় উড়োজাহাজটির প্রধান ল্যান্ডিং গিয়ারের বাম পাশের ৬টি চাকার কংক্রিটের অবকাঠামোর সঙ্গে সংঘর্ষ হলে টায়ারগুলো ফেটে যায়। পরে মাটি থেকে ল্যান্ডিং গিয়ারের বাম পাশ আবারও রানওয়েতে উঠে আসে। এতে বিমানটি ওই অবস্থায় বোর্ডিং ব্রিজে আসতে পারায় যাত্রী নামাতে কোন সমস্যা হয়নি। কোন ক্ষতিও হয়নি যাত্রীদের।

 

আরও পড়ুন: বিমান বাংলাদেশ নিয়ে যা বললেন সাকিব

 

এদিকে ঘটনার পর তদন্ত কমিটি গঠন করেছে অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিটি অব বাংলাদেশ (এএআইসি-বিডি)। উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরেই মেরামতের কাজ চলছে।

 

দুর্ঘটনা ও তদন্ত কমিটির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

 

আরও পড়ুন: অক্টোবরে স্বল্প পরিসরে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

 

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের দুর্ঘটনা কবলিত বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজটিতে সেদিন যাত্রী ছিলেন পুরুষ, মহিলা ও শিশুসহ ৩৮৩ জন। এছাড়া ২ জন পাইলটসহ ১৩ জন কেবিন ক্রু ছিলেন।
 

]]>

from somoynews.tv | RSS Feed https://ift.tt/Uf0u7hq
via IFTTT

Comments

Popular posts from this blog