চতর হরণ বরহম গরসহ আরও য য করবন দলন আরভ খন
কিন্তু এক্ষেত্রে দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশি আরাভ খান যে একটু ব্যতিক্রম, তা স্বীকার করতেই হবে। কারণ তার কোরবানির পশুর তালিকাটা বেশ লম্বা। চিত্রা হরিণ, ব্রাহমা গরু, উট, দুম্বা ও ছাগল সবই আছে সেই তালিকায়।
এতগুলো পশু কোরবানির বিষয়টি নিজেই জানিয়েছেন আরাভ খান। বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি জানান তিনি। কোরবানির আগে ধারণ করা ওই ভিডিওতে তিনি বলেন, চিত্রা হরিণ, ব্রাহমা গরু, দুবাইয়ের লোকাল উট, দুবাইয়ের লোকাল দুম্বা ও ছাগল কোরবানি করবেন তিনি।
আরও পড়ুন: আরাভ খান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী: অসম্ভব বলে কিছু নেই
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের এক আলিশান বাড়িতে থাকেন ঢাকায় পুলিশ হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান।সেই বাড়ি থেকেই তিন মিনিটের ভিডিওতে এক এক করে পশুগুলোর ছবিও দেখান তিনি। সেই সঙ্গে দুবাইয়ে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের কোরবানির গোশত খাওয়ার দাওয়াতও দেন তিনি।
গত মাসেই এক অস্ত্র আইনের মামলায় আরাভ খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন আদালত।
আরও পড়ুন: ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বহু দেশে বুধবার (২৮ জুন) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। এখন সাধ্য মতো ঈদুল আজহার অন্যতম অনুসঙ্গ পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়াসহ আরও বেশ কিছু দেশে বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহা উদ্যাপিত হবে।
]]>from somoynews.tv | RSS Feed https://ift.tt/Z0emOxc
via IFTTT
Comments
Post a Comment