সফর মঞচ পকসতনক উড়য় দল ভরত
বুধবার বেঙ্গালুরুর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচ ছিল সন্ধ্যা সাড়ে সাতটায়। কিন্তু ম্যাচের দিন সকালেও পাকিস্তান দলের এক ঝাঁক খেলোয়াড় ভারতে এসে পৌঁছাননি। এমন ম্যাচে পাকিস্তানিদের বিপর্যয় খুব অস্বাভাবিক না। ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীও সুযোগটা কাজে লাগালেন দারুণভাবে। তার দুর্দান্ত হ্যাটট্রিকে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
আরও পড়ুন: সবচেয়ে বেশি ম্যাচ খেলা পাঁচ ফুটবলার
ভিসা জটিলতার কারণে এবারের সাফে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতা ছিল অনেক। তবে শেষ পর্যন্ত পাকিস্তানি খেলোয়াড়রা ভিসা পেলেন ঠিকই, কিন্তু ততোক্ষণে অনেক দেরি। সব প্রতিকূলতা পেরিয়ে পাকিস্তান ফুটবল দলের একটি অংশ বেঙ্গালুরুতে পা রাখে মঙ্গলবার রাতে, আরেক দল বুধবার দুপুরে, ম্যাচ শুরুর ঘণ্টা ছয়েক আগে।
ভ্রমণ ক্লান্তি তো ছিলই, তার ওপর যোগ হয়েছিল আরেকটা বিষয়। ম্যাচের আগে ভারতে কোনো প্রস্তুতি নেয়ার সুযোগ পাননি পাকিস্তানের খেলোয়াড়রা। মাঠে তাদের অগোছালো ফুটবলে সেটা বোঝা গিয়েছে ভালোভাবেই। প্রথম ভুলটা করেন পাকিস্তানের গোলকিপার সাকিব হানিফ। সতীর্থকে পাস দিতে গিয়ে ভুল করে ভুল করে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে গোল দেন সুনীল ছেত্রী।
আরও পড়ুন: কুয়েতের কাছে পাত্তাই পেল না নেপাল
দ্বিতীয় গোল এসেছে ছয় মিনিটের ব্যবধানে। বক্সের মধ্যে পাকিস্তানি ডিফেন্ডার হ্যান্ডবল করলে পেনাল্টি পেয়ে যায় ভারত। স্পটকিক থেকে লিড দ্বিগুণ করতে ভুল করেননি সুনীল। ৭২তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে পূর্ণ হয় তার হ্যাটট্রিক। ভারতের হয়ে শেষ গোলটি করেন উদন্ত সিং।
]]>
from somoynews.tv | RSS Feed https://ift.tt/ef5CXiO
via IFTTT
Comments
Post a Comment