শতভগ বরজয অপসরণ ডএনসসর রতই শহর পরষকরর আশ তপসর
একেতো ছিল পশুর হাট, তার ওপর হয়েছে কোরবানি। এরমধ্যে মুষলধারে বৃষ্টি। সরেজমিনে গিয়ে দেখা যায়, পশুর বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে একাকার রাজধানীর সুত্রাপুরের বানিয়ানগর মোড়ে। একই অবস্থা ধোলাইখালেও।
তবে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করতে পরিচ্ছন্নকর্মীদের তৎপরতা লক্ষ্য করা গেছে। এজন্য আনা হয় ভারী যন্ত্রপাতিও। যদিও দিন শেষে কাজ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
তারা বলেন,
বৃষ্টিতে বর্জ্য ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধে চলাচল করা যাচ্ছে না। কাপড়-চোপড়ও নষ্ট হয়ে যাচ্ছে। যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে ২৪ ঘণ্টায় বর্জ্য অপসারণ সম্ভব হবে না বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে কোরবানির মাংস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. শামসুজ্জোহা বলেন, কর্মীরা দিনভর কাজ করেছেন; রাতেও করছেন। ২৪ ঘণ্টার মধ্যেই সব কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা করছি।
তবে দক্ষিণ সিটির চেয়ে বর্জ্য ব্যবস্থাপনায় এগিয়ে উত্তর সিটি করপোরেশন। দুপুর থেকেই বিভিন্ন এলাকায় গিয়ে পরিচ্ছন্ন কার্যক্রম তদারকি করেন খোদ মেয়র মো. আতিকুল ইসলাম।
কর্মীরা বলেন,
বেলা ১১টা থেকে কাজ শুরু করি। মহল্লার ভেতর যত ময়লা ছিল, সবই নেয়া হয়ে গেছে। সন্ধার পর পর কাজ শেষ হয়ে গেছে।
আরও পড়ুন: যেভাবে পরিষ্কার করবেন কোরবানির পশুর বর্জ্য
পরে রাত ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, নির্ধারিত ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে শতভাগ বর্জ্য। শহর পরিষ্কার করতে নিরলস শ্রম দেন প্রায় একুশ হাজার পরিচ্ছন্নকর্মী।
]]>from somoynews.tv | RSS Feed https://ift.tt/iQmLZdI
via IFTTT
Comments
Post a Comment