জমজমট করবনর পশর হট
রোববার (২৫ জুন) দেশের বিভিন্ন জেলার হাটের সরেজমিন তথ্য বলছে, হাটে হাটে এখন ঈদের আমেজ। কোরবানির পশু নিতে ছুটছেন মানুষ।
গ্রামগঞ্জ, বন্দর এমনকি শহরেও এখন জমজমাট কোরবানির পশুর হাট। তিল ধারণের ঠাঁই নেই। ময়দানজুড়ে সারি সারি গবাদি পশু আর নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হাট।
দূর-দূরান্ত থেকে নসিমন আর ট্রাকে করে হাটে আসছে গবাদি পশু। দক্ষ হাতে পশুগুলোকে নামিয়ে হাটে তুলছেন ব্যবসায়ীরা। এরপর ব্যাপারী আর ক্রেতাদের দরকষাকষিতে চলছে বেচাকেনা।
সরেজমিন বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, এবারও হাটে মাঝারি ও ছোট গরুর প্রতি ক্রেতা আকর্ষণ বেশি। তবে দাম কিছুটা চড়া। এ জন্য অনেক ঘোরাঘুরি করেও গরু কিনতে পারছেন না অনেকে।
আরও পড়ুন: রাজধানীতে জমে উঠেছে পশুর হাট
দিনাজপুরের রেলবাজার হাটে ছোট গরু ৪৫ থেকে ৬০ হাজার টাকা, মাঝারি সাইজের গরু ৬৫ থেকে ৯০ হাজার টাকা এবং বড় সাইজের গরু ১ লাখ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে।
আর রাজশাহীর সিটি পশুর হাটে ২ মণ ওজনের গরু ৭০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার, ৬ মণের ১ লাখ ২৫ থেকে ১ লাখ ৭৫ এবং ১০ মণ ওজনের গরু ১ লাখ ৮০ থেকে ৩ লাখ টাকা চাচ্ছেন বিক্রেতারা।
ক্রেতারা জানান, বাজেটের তুলনায় অনেক চড়া পশুর দাম। ছোট ও মাঝারি সাইজের গরুর দাম হাঁকা হচ্ছে লাখের ওপরে।
তবে কারণ হিসেবে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়াসহ নানা অজুহাত ব্যবসায়ীদের। তারা বলেন, এবার গরুর খাবার, ওষুধসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বেড়েছে। তাই গরুর দাম একটু চড়া।
]]>from somoynews.tv | RSS Feed https://ift.tt/ORL8zUG
via IFTTT
Comments
Post a Comment