পলশর হত কশর নহত হওয়র ঘটন কষমর অযগয: মযকর

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের হাতে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ভয়ানক এ হত্যার ঘটনা পুরো ফ্রান্সকে নাড়িয়ে দিয়েছে। এটা ক্ষমার অযোগ্য।

মঙ্গলবার (২৭ জুন) সকালে প্যারিসের পশ্চিমে ন্যান্টা এলাকায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় ১৭ বছর বয়সী কিশোর নায়েল এমকে গুলি করে হত্যা করে পুলিশ। খবরে বলা হয়েছে, সড়কে পুলিশের নির্দেশ অমান্য করায় ওই তরুণকে গুলি করা হয়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, দুই পুলিশ কর্মকর্তা একটি গাড়ি থামিয়ে চালকের সঙ্গে কথা বলছেন। এক পর্যায়ে গাড়িটি তাদের নির্দেশ অমান্য করে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করছে।

 

আরও পড়ুন: ইউক্রেনে রেস্তোরাঁয় হামলা, নিহত বেড়ে ৮

 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তৎক্ষণাৎ গুলি ছুড়লে চালক নায়েল গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ছুটে এলেও তাকে বাঁচানো যায়নি। রয়টার্সের প্রতিবেদন বলা হয়, গাড়িটিতে দুই জন ব্যক্তি ছিলেন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান, অন্যজনকে পুলিশ গ্রেফতার করেছে।

 

এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো ফ্রান্স। মঙ্গলবার রাতেই রাজধানী প্যারিসের বেশ কয়েকটি এলাকায় সহিংস বিক্ষোভ শুরু হয়। বেশ কিছু গাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। কয়েকটি ভবনেও আগুন দেয়া হয়। নতুন করে আরও বিক্ষোভ দানা বাঁধছে। ফলে কয়েক হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এদিকে এ ঘটনার পর দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন সংসদে বলেন, যে দুইজন পুলিশ অফিসার এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে খুবই মর্মাহত হয়েছেন বলেও জানান তিনি।

 

আরও পড়ুন: বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত ১৩ রুশ পাইলট

 

গত বছর ট্রাফিক পুলিশের নির্দেশ অমান্য করায় গুলিতে রেকর্ড ১৩ জনের মৃত্যু হয়। এরপর চলতি বছরে এ নিয়ে এরকম দুটি ঘটনা ঘটলো। 
 

]]>

from somoynews.tv | RSS Feed https://ift.tt/B5FEMOi
via IFTTT

Comments

Popular posts from this blog