নরয়ণগঞজ অটরকশচলক মমন হতযয় দজনর মতযদণড
রোববার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে আসামিদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া আসামিদের ২০১ ধারায় আরও ৭ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয় হয়। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন: বন্দরের শ্রীরামপুরের মো. গাফফার ও সোনারগাঁয়ের উত্তর পাড়ার মাসুদ রানা। এ ছাড়া মামলা থেকে খালাস দেয়া হয়েছে বন্দরের সজীব মোল্লাকে।
আরও পড়ুন: পারিবারিক দ্বন্দ্বের জের / নানি-নাতনির গায়ে আগুন, মারা গেলেন নানি
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহমেদ বলেন, ‘১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।’
পুলিশ পরিদর্শক আসাদুজ্জান বলেন, ২০১২ সালের ৮ জুলাই বিকেলে অটোরিকশা নিয়ে বের হয় মামুন মিয়া। রাতে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে খবর আসে তাকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ দিতে হবে ৩ লাখ টাকা। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামুন মিয়ার মা সুফিয়া বেগম হত্যা মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মামুন হত্যার রহস্য।
from somoynews.tv | RSS Feed https://ift.tt/uz52tOK
via IFTTT
Comments
Post a Comment