নরয়ণগঞজ অটরকশচলক মমন হতযয় দজনর মতযদণড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশাচালক মামুন মিয়া হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আসামিদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া আসামিদের ২০১ ধারায় আরও ৭ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয় হয়। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন: বন্দরের শ্রীরামপুরের মো. গাফফার ও সোনারগাঁয়ের উত্তর পাড়ার মাসুদ রানা। এ ছাড়া মামলা থেকে খালাস দেয়া হয়েছে বন্দরের সজীব মোল্লাকে।

আরও পড়ুন: পারিবারিক দ্বন্দ্বের জের / নানি-নাতনির গায়ে আগুন, মারা গেলেন নানি

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহমেদ বলেন, ‘১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।’

পুলিশ পরিদর্শক আসাদুজ্জান বলেন, ২০১২ সালের ৮ জুলাই বিকেলে অটোরিকশা নিয়ে বের হয় মামুন মিয়া। রাতে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে খবর আসে তাকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ দিতে হবে ৩ লাখ টাকা। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামুন মিয়ার মা সুফিয়া বেগম হত্যা মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মামুন হত্যার রহস্য।

]]>

from somoynews.tv | RSS Feed https://ift.tt/uz52tOK
via IFTTT

Comments

Popular posts from this blog