জমনর পরই ফর গরফতর পটআই পরসডনট
বুধবার (২১ জুন) আগের এক মামলায় জামিন পাওয়ার পরই অর্থপাচারের অভিযোগে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন অথরিটি (এফআইএ)।
গত কয়েক মাস ধরে উত্তাল পাকিস্তানের রাজনীতি। চলতি বছরের মে মাসে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে দাঙ্গার ঘটনার পর থেকে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযানে নামে পাক পুলিশ। এরই মধ্যে দলটির কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সামরিক আইনে বিচারের পরিকল্পনা চলছে।
আরও পড়ুন: ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
পাক পুলিশের এই গ্রেফতার অভিযান থেকে বাঁচতে দল ছাড়ছেন পিটিআই নেতা-কর্মীরা। এরই মধ্যে বহু নেতা দল ছেড়েছে। শুধু তাই নয়, দলত্যাগী সেসব নেতারা মিলে ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) নামে নতুন একটি দলও গড়ে তুলেছেন।
পিটিআই’র নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড়ের ধারাবাহিকতায় গত মাসের শেষের দিকে একটি দুর্নীতি মামলায় গ্রেফতার হন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ এলাহি।
সেই থেকে রাজনৈতিক বন্দিদের জন্য নির্ধারিত বিশেষ কারাগারে ছিলেন তিনি। এরপর সম্প্রতি তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত জামিনের নিশ্চয়তা বণ্ড হিসেবে ১০ লাখ রুপি দাবি করেন।
মঙ্গলবার (২০ জুন) সেই টাকা আদালতে জমা দিয়ে তার জামিন নিশ্চিত করেন আইনজীবীরা। কিন্তু এরপরও তার মুক্তি মেলেনি। কারণ তার মুক্তির আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়নি।
এদিকে এদিনই নতুন করে অর্থপাচারের অভিযোগে পারভেজ এলাহি, তার ছেলে মুনিশ এলাহি ও আর তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে এফআইএ।
আরও পড়ুন: পাকিস্তানের পরবর্তী প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসা
বুধবার (২১ জুন) এক আদেশে পারভেজ এলাহিকে কারামুক্তির নির্দেশ দেন লাহোরের একটি আদালত। কিন্তু জামিন পাওয়ার দুই ঘণ্টার মধ্যে তাকে ফের গ্রেফতার করা হয়।
তবে এই মামলার অপর আসামি পারভেজ এলাহির ছেলে মুনিশ এলাহি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে ‘রেড ওয়ারেন্ট’ তথা হুলিয়া জারি করা হতে পারে বলে জানিয়েছে এফআইএ।
]]>
from somoynews.tv | RSS Feed https://ift.tt/DS9qrKZ
via IFTTT
Comments
Post a Comment