আয়রলযনডক চমক দয় ওমনর ইতহস
জিম্বাবুয়ের বুলাওয়ে স্টেডিয়ামে সোমবার (১৯ জুন) আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ওমান। শুরুতে ব্যাট করে ২৮১ রানে থামে আইরিশরা। জবাবে ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ওমান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ হয় আয়ারল্যান্ডের। দুই ওপেনার মিলে যোগ করেন ৫১ রান। ২৩ রান করা স্টার্লিংয়ের বিদায়ের পরের বলেই আউট হন অ্যান্ডি ম্যাকব্রাইন। ব্যালবার্নিও ফেরেন দ্রুতই।
আরও পড়ুন: বিশ্বকাপের ভেন্যু নিয়ে আপত্তি পাকিস্তানের
১৮ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন লরকান টাকার। পরিস্থিতি সামাল দেন হ্যারি টেক্টর এবং জর্জ ডকরেল। দুজনে মিলে গড়েন ৭৯ রানের জুটি। ৮২ বলে ৫২ রান করে টেক্টর ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ডকরেল। অ্যাডায়ার এবং গ্রাহাম হিউমকে সঙ্গে নিয়ে ওমানকে ২৮২ রানের লক্ষ্য দেন এই অলরাউন্ডার। ৮৯ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন ডকরেল।
রান তাড়ায় ওমানের শুরুটা ভালো ছিল না মোটেও। চতুর্থ ওভারে ৯ রান তুলতে ওপেনার যতীন্দর সিংকে হারায় তারা। তবে এরপর উইকেটের অপেক্ষা বাড়ে আইরিশদের। প্রজাপতি, আকিবের পর ফিফটি পান জিশান, ৪৬ রানে অপরাজিত ছিলেন নাদিম। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেট জুটির প্রতিটিতে অন্তত ৫০ রান তোলে ওমান, জয়ের পথটাও মসৃণ হয় তাতেই। ৪৫তম ওভারে পঞ্চম উইকেট পড়লেও শেষ ৩০ বলে ওমানের প্রয়োজন ছিল মাত্র ২২ রান। সে সমীকরণ তাড়া করতে গিয়ে পা হড়কায়নি তারা। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন অধিনায়ক জিশান, ফিফটি করার আগে ১টি উইকেটও নেন তিনি।
আরও পড়ুন: রেকর্ড ব্যবধানে হেরে সতর্ক আফগানিস্তান
টুর্নামেন্টের আরেক ম্যাচে এদিন শ্রীলঙ্কা পেয়েছে অনুমিত ফলাফল। ওয়ানিন্দু হাসারাঙ্গার অলরাউন্ড পারফরম্যান্সে আরব আমিরাতকে ১৭৫ রানে হারিয়েছে দাসুন শানাকার দল। লঙ্কানদের দেয়া ৩৫৬ রানের লক্ষ্যে ১৮০ রানে থামে আরব আমিরাত। ৮ ওভার বোলিং করে ৬ উইকেট নেন হাসারাঙ্গা।
]]>
from somoynews.tv | RSS Feed https://ift.tt/ztLyUxr
via IFTTT
Comments
Post a Comment