সনক নয় নহর আবগঘন পসট
কোভিড ১৯-এর সময় রাতারাতি গরীবের সবচেয়ে প্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন তিনি। জনপ্রিয়তা এতোটাই বেড়ে যায় যে ছিন্নমূল মানুষ তাকে ভগবানের আশীর্বাদের সঙ্গে তুলনা করেছিল। সাধারণ মানুষ থেকে বন্ধু, সকলের পাশেই রয়েছেন তিনি। এই প্রমাণ আবারও দিলেন এই অভিনেতা।
সোনু-নেহার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন নয়। একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সোনু। 'সিং ইজ কিং'-এর মতো ছবিতেও ফ্রেম শেয়ার করেছেন তারা। এবার সহঅভিনেত্রী নেহা ধুপিয়ার পাশে দাঁড়ালেন সোনু। বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।
নেহার সঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সোনু। 'সিং ইজ কিং'-এর মতো ছবিতেও ফ্রেম শেয়ার করেছেন তাঁরা। প্রসঙ্গত, সম্প্রতি স্বামী অঙ্গদ বেদী ও দুই সন্তান নিয়ে নতুন ঠিকানায় সংসার পেতেছেন নেহা।
শুক্রবার (৩০ জুন) বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া পরিবারকে নিয়ে ফেরার সময় বিমান অবতরণে বেশ দেরি হওয়ায় বিপাকে পড়েন নেহা। সঙ্গে ছিল তার দুই সন্তান মেহর ও গুড়িক। এই অসময়ে নেহারে পরবর্তী ফ্লাইট বুক করতে সাহায্য করেন সোনু।
আরও পড়ুন: অভিনয়ে আসার আগেই সড়ক দুর্ঘটনায় পা হারালেন অভিনেতা
সফর সেরে ইন্ডিগোকে ট্যাগ করে টুইটারে নেহা লেখেন, ‘আমি পরিবার ও দুই সন্তানকে নিয়ে ভ্রমণ করছিবলাম, আর ক্রমাগত ফ্লাইট দেরির বার্তা পেয়ে গিয়েছি। সমানে কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করে গিয়েছি সফরটা স্বাভাবিক করার জন্য। টিকিটে আমার ফোন নম্বর দেওয়া রয়েছে। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করুন।’ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ইন্ডিগোর তরফে নেহাকে ট্যাগ করে পাল্টা টুইট করা হয়। সেই টুইটে লেখা হয়, ‘আমাদের তরফে এই ব্যাপারে পদক্ষেপ করা হয়েছে। আপনার সহযোগিতা ও ধৈর্যের জন্য ধন্যবাদ।’
আরও পড়ুন: বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অসিন
এ সময় বন্ধু সোনুকে ফোন করতেই সব সমস্যার সমাধান হয়। এই সম্পর্কে নেহা লেখেন, ‘আমার সবচেয়ে বিশ্বাসযোগ্য হেল্পলাইন সোনুই সেই সময় আমার ভরসা হয়ে দাঁড়িয়েছে।’ নেহার এই টুইটের উত্তরে সোনু লেখেন, ‘২৪ ঘণ্টা আছি। যখন হোক শুধু একটা ফোন করলেই হবে।’ পাশে একটা ভালবাসার ইমোজিও জুড়ে দেন তিনি।
from somoynews.tv | RSS Feed https://ift.tt/hnLipKF
via IFTTT
Comments
Post a Comment